২৭ ডিসেম্বর ২০২৪, শুক্রবার, শ্রীমঙ্গলের নৈসর্গিক পরিবেশে 𝐂𝐢𝐭𝐲 𝐀𝐯𝐢𝐚𝐭𝐢𝐨𝐧 𝐀𝐜𝐚𝐝𝐞𝐦𝐲-এর বার্ষিক বনভোজন আয়োজন করা হয়। সবুজে ঘেরা চা-বাগানের এই অপূর্ব পরিবেশে একাডেমির শিক্ষক, শিক্ষার্থী ও সদস্যরা একসাথে কাটিয়েছেন এক আনন্দময় দিন।
সকালের সূর্যোদয়ের সাথে শুরু হওয়া এ আয়োজনে ছিল প্রাণবন্ত আড্ডা, মজার খেলাধুলা, সাংস্কৃতিক পরিবেশনা এবং সুস্বাদু খাবারের বিশেষ আয়োজন। দিনটি শুধু বিনোদন নয়, বরং একাডেমির সদস্যদের মধ্যে সম্পর্কের বন্ধনকে আরও সুদৃঢ় করার এক অনন্য সুযোগ হয়ে ওঠে।
দিন শেষে, সবাই ফিরে আসেন মন ভরে তৃপ্তি, প্রশান্তি এবং অসংখ্য স্মৃতিময় মুহূর্ত নিয়ে।
📍অবস্থান:
রায়কেলি হাউস (আড়ং-এর পাশে), জেল রোড, সিলেট
📞যোগাযোগ:
০১৭৮৪-৯১৪৯২৫
০১৭৭২-১৮০২৯৪
🌐ওয়েবসাইট:
http://www.cityaviationacademy.com